সোনালী বেলার দিন

কৈশোর (মার্চ ২০১৪)

মোঃ মহিউদ্দীন সান্‌তু
  • ২৪
  • ৩২
মন ছুটে যায় গ্রামের পানে শান্ত নদীর কূলে,
থাকতো যেখানে দুকুল ছেপে সারি সারি কাশ ফুলে।
দুরন্ত মন আবদ্ধ আজ ইটের এই দেয়ালে,
ছুটন্ত মন ছুটে যেতে চায় আপনার খেয়ালে।
যেথানে আমার বন্ধু ছিলো ফুল পাখি ছেলে কালে,
হারিয়ে তাদের খুজে ফিরি আজ সময়ের বেড়াজালে।
যেখানে নয়ন ভরে দেখতাম সবুজের ঘেরা মাঠ,
হাটার পথের সাথী হতো মোর গ্রামের ঐ পথ ঘাট।
রোদেলা দুপুরে শালিকের ঝাক খেয়ে যেতো ঝরা ধান,
তাড়িয়ে বেড়াতাম তাদের আমি তাই দাদী মলে দিত কান।
সোনালী বিকেলে কত উড়িয়েছি মাঠে প্রান্তরে ঘুড়ি,
সবার আড়ালে কত যে করেছি গাছের নারকেল চুরি।
ছোট সে নদী বর্ষার তোরে থাকতোনা কুলে ঠাই,
আজ সে নদী গেছে হারিয়ে হাটু পানিও যে নাই।
কেরাত মাঝির নাও খানি নিয়ে চলে যেতাম গাঁও ছাড়ি
দাদীর কাছে যাইত বিচার পিঠেতে ব্যাতের বারি।
ডোবা খাল বিল ছিল যত ঝিল কিছুই রাখিনি বাদ,
মাছ ধরতে নিত্য নতুন পাতিতাম কত ফাঁদ।
শীতের রাতে জোছনা আলোতে খেজুরের রস সব,
অতি গোপনে চুরি করে এনে করেছি শির্‌নী উৎশব।
বসন্ত ভরা ককিলের ডাক শুনে খুজতাম তারে,
কুহু কুহু সুর আহা কি মধুর কান পাতি বারে বারে।
এমন সোনালী ছেলেবেলা কেন আসেনা বারেবার,
এই জীবনের সেই দিনগুলো ফিরেকি পাবো আর ?
সৃতিমধুর সেই দিনগুলো আজো পারিনা ভুলিতে,
মনের গহীনে এঁকে রাখি তারে বিনা রং আর তুলিতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফেরদৌসী বেগম (শিল্পী ) বাহ! চমৎকার সোনালী বেলার দিনের চিত্র এঁকেছেন ভাই, আপনার কবিতায়। অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো।
আপনার মন্তব্যে অনেক নুপ্রানিত হলাম, অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া আপু, ভালো থাকুন সব সময়, আপনর জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।
প্রজ্ঞা মৌসুমী কবিতার নামটা বেশ মায়াবতী এবং ছন্দ-তালে কবিতাটা আবৃত্তি করতেও বেশ লাগছিল। গ্রামের শুদ্ধ, সরল ছেলেবেলার ছবিটা তুলে ধরলেন। দাদীর কথায় নিজের দাদীমার কথা মনে পড়লো; এবার বাংলাদেশে গিয়ে, গ্রামে গিয়ে যাকে দেখতে পাইনি। আমরা আসার আগেই যিনি চলে গেছেন। গ্রামের নদীও দেখলাম অনেকটা শুকিয়ে গেছে। আমরা কত দ্রুত স্মৃতি হয়ে যাই... সে যাক, কবিতার সরলতা ভালো লাগলো। শুভ কামনা কবির জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনপর চমৎকার মন্তব্যের জন্য। আপনার মন্তব্যে অনেক অনুপ্রানিত হলাম। আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা।
কেতন শেখ সানতু, ভাই, খুবই ভালো লাগলো। সাদামাটাভাবে বললাম, কিন্তু ভালোলাগার লেভেলটা একেবারেই সাদামাটা না।
আপনার মন্তব্য খুব ভালো লাগলো ভাইয়া, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
এশরার লতিফ প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা জীবনের কাব্যিক আখ্যান মন ছুঁয়ে গেলো। শুভেচ্ছা ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
নাফিসা রহমান অনেক ভালো লাগল.... শুভ কামনা রইল
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
জোহরা উম্মে হাসান সৃতিমধুর সেই দিনগুলো আজো পারিনা ভুলিতে, মনের গহীনে এঁকে রাখি তারে বিনা রং আর তুলিতে। খুব ভাল লাগলো কবি !
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
কবি এবং হিমু আহ!কি দিনগুলোই না ছিল,ধন্যবাদ কবি কে দিনগুলো আবার মনে করিয়ে দেবার জন্য।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন।
মোঃ আক্তারুজ্জামান দাদীর কান মলা খাওয়া দিনের কথা। খুব সুন্দর লিখেছেন।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।
biplobi biplob অনেক সুন্দর কবিতা লিখেছন। যেখানে পল্লী কবির স্বাদ পেলাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সব সময়।
আপেল মাহমুদ খুব-ই ভাল লাগল ভাই। অভিনন্দন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২২ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪